মানবতার সেবায় মুনা’র মেন্টাল হেলথ সেমিনার

মানবতার সেবায় মুনা’র মেন্টাল হেলথ সেমিনার

মুনা নিউজ ডেস্ক | ৫ মে ২০২৩ ০২:২০

ফাইল ছবি ফাইল ছবি

 

মুনাবুলেটিন রিপোর্ট: মানসিক সমস্যা যুক্তরাষ্ট্রে একটি বড় ইস্যু। তাই মানবতার কল্যাণে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা ‘মেন্টাল হেলথ সেমিনার’র উদ্যোগ নেয় যা গত ২৫ আগষ্ট, বৃহস্পতিবার রাত ৮:৩০ মিনিটে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। সেমিনারের আলোচ্য বিষয় ছিল- ‘এ হোপফুল লাইফ ফর মুসলিমস’। এতে ডা. জুন্নুন চৌধুরী, এমডি. এবং ডা. আতাউল ওসমানী, এমডি. বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে আলোচনা করেন। জুমে অনুষ্ঠিত মেন্টাল হেলথ সেমিনার অনেকের কাছে নতুন বিষয় মনে হলেও আলোচকদের আলোচনায় দিব্য চোখ উন্মোচিত হয়। ‘স্বাস্থ্যই সকল সুখের মূল’ বিষয়টি যে শুধু শারীরিক নয় বরং মানসিক বিষয়ও আলোচকদের আলোচনায় তা ফুটে ওঠে। মুনা’র এ উদ্যোগকে অংশগ্রহণকারীদের অনেকে একটি মহতী উদ্যোগ বলে মন্তব্য করেন।

 

প্রকাশকাল : আগস্ট ২০২২



আপনার মূল্যবান মতামত দিন: