কুরআন একাডেমী বাফেলোর যাত্রা শুরু

মুনা নিউজ ডেস্ক | ৪ মে ২০২৩ ১৬:০০

ফাইল ছবি ফাইল ছবি

 

মুনাবুলেটিন রিপোর্ট: অনেক আলোচনা, পর্যালোচনার পর অবশেষে কুরআন একাডেমী বাফেলো গত ৬ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে ফুলটাইম হিফজ ও একাডেমিক শিক্ষাদান কর্মসূচি চালু করেছে। ৬৩৭ ওয়ালডেন এভিনিউ’র বিআইসিসি’তে সূচনা দিবসে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মাওলানা আব্দুল কাইয়ুম ছাত্র-ছাত্রীদেরকে লাল গোলাপ দিয়ে বরণ করেন। তাঁর সাথে সহযোগিতা করেন ইমাম ও খতিব এএসএম সিরাজুল ইসলাম, সাবেক লেকচারার জসীম উদ্দিন সহ অন্যান্যরা। মাওলানা আব্দুল কাইয়ুম শিক্ষক শিক্ষিকাদেরকে ছাত্র-ছাত্রীদের সাথে পরিচয় করিয়ে দেন। উদ্বোধনী ক্লাশে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তাগণ বলেন, বাফেলোর ইতিহাসে ৬ সেপ্টেম্বর একটি উল্লেখযোগ্য দিন হিসেবে চিহ্নিত হবে। কোন একদিন যখন এ প্রতিষ্ঠান থেকে হাজার হাজার শিক্ষার্থী দ্বীন-ইসলাম শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিভাগে উচ্চশিক্ষার সনদপ্রাপ্ত হবে, তখন তোমাদের এ ক্ষুদে প্রথম ব্যাচের ছাত্র ছাত্রীদের কথা উচ্চারিত হবে। তোমরাই আজ সে জ্ঞানের সাগরের প্রথম জলকণা। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার তত্ত্বাবধানে পরিচালিত এ প্রতিষ্ঠানে অভিভাবকবৃন্দ সাগ্রহে তাঁদের সন্তানদের ভর্তি করিয়েছেন বলে জানান কর্মকর্তাগণ। তাঁরা বলেন, ২ থেকে ৪র্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ভর্তির সুযোগ এখনো রয়েছে। আগ্রহী মা-বাবা’রা ৭১৮-৫০২-৪১২৭ (আব্দুল কাইয়ুম), ৩১৩-৪১০-২০৮৭ (এএসএম সিরাজুল ইসলাম)-এর সাথে যোগাযোগ করাতে পারেন।

 

 

প্রকাশকাল : জুলাই ২০২২



আপনার মূল্যবান মতামত দিন: