মুনাবুলেটিন রিপোর্ট: আমাদের উত্তরপ্রজন্ম সন্তানেরা, যারা এ সমাজে বেড়ে উঠছে; তাদেরকে প্রচলিত শিক্ষার পাশাপাশি আল-কুরআন ও সুন্নাহ’র জ্ঞানে শিক্ষিত করা সময়ের দাবী। আগামী দিনগুলোতে ইসলামের শিক্ষা ছাড়া মুসলিম সন্তানেরা নিজেদের ধর্ম, স্বকীয়তা নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। প্রতিটি মুসলিম পিতামাতার প্রধান দায়িত্ব হল, সন্তানদেরকে প্রথমে ইসলামের মৌলিক শিক্ষায় শিক্ষিত করা এরপর তারা অন্যান্য শিক্ষা নিয়ে যে যার পথে এগিয়ে যাবে। গত ৩০ আগষ্ট, মঙ্গলবার বাফেলো ইসলামিক কালচারাল সেন্টারের সামার প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম, মাওলানা দেলোয়ার হোসাইন তাঁর বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন। বিআইসিসি’র প্রেসিডেন্ট মাওলানা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাফেলো বাংলার সম্পাদক নিয়াজ মাখদুম, ইমাম ও খতিব এএসএম সিরাজুল ইসলাম, ড. ফখরুদ্দীন ছাড়াও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সামার ইসলামিক স্কুলের অন্যতম শিক্ষক, সাহিত্যিক মাওলানা ওয়াসিক সিদ্দিকী। প্রায় দু’শতাধিক ছাত্র-ছাত্রীদের সামার স্কুলের সফল পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে, প্রশংসা করেন অভিভাবকগণ।
প্রকাশকাল : জুলাই ২০২২
আপনার মূল্যবান মতামত দিন: