লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া: মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর তার সাংগঠনিক সফরের অংশ হিসেবে গত ১৪ ই আগস্ট ২০২২ রোজ রবিবার দুপুর ৪:০০ মিনিটে (প্যাসিফিক টাইম) ওয়েস্ট জোন এসোসিয়েট মেম্বারদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় বলেন, সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরদের পারস্পরিক সুসম্পর্ক, সঠিক আনুগত্য ও এহসানের মাধ্যমে সংগঠনের ভিতকে মজবুত করতে হবে। পারস্পরিক ভুল বোঝাবুঝি নিরেশনে নিয়মিত যোগাযোগের বিকল্প নেই উল্লেখ করে তিনি সবাইকে সংগঠনের ছায়াতলে দৃঢ় ও ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে আহবান করেন। ক্যালিফোর্নিয়া মুনা সেন্টারের অধীনস্থ হলিউড মসজিদে অনুষ্ঠিত এই এসোসিয়েট মেম্বার সমাবেশে জোন সভাপতি আশরাফ হোসাইন আকবরের সভাপতিত্বে পরিচালনা করেন সেক্রেটারী জনাব আব্দুল মান্নান। শুরুতেই পবিত্র কোরআন হতে দারস্ পেশ করেন ন্যাশনাল এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর খতিব আহমেদ আবু উবায়দা। মুহতারাম আরমান চৌধুরী তার বক্তব্যে সংগঠনের দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে মুনা ইউথ ও ইয়ং সিস্টার অফ মুনা হতে প্রাপ্ত পরামর্শ সমূহের উপর গুরুত্ব আরোপ করেন এবং দায়িত্বশীলদের আরও সক্রিয়, যতœবান, ও উদার মানসিকতার পরিচয় দিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্ববান করেন। তিনি সবাইকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সংগঠনে পর্যাপ্ত সময় দিয়ে সব চ্যাপ্টার সমূহকে যথাযথভাবে পরিচালনা করার উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত মুনা ন্যাশনাল এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর মুহতারাম আনিসুর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্য এ সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় তার প্রতি দৃষ্টি আকর্ষণ ও অতীতে সকল পর্যায়ের চ্যাপ্টার, সাবচ্যাপ্টার, ও জোনাল ডিপার্টমেন্ট সমূহকে সক্রিয় করতে যেসব কার্যকরী ভূমিকা নেয়া হয়েছিল তার উদাহরণ নিয়ে আসেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দৃঢ়তার সাথে ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে সংগঠনের সাথে লেগে থাকার আহ্বান করেন। জোন প্রেসিডেন্ট আশরাফ হোসাইন আকবর তার সংক্ষিপ্ত বক্তব্যে সাংগঠনিক দায়িত্ব পালনে করতে গিয়ে সকল সফলতার কৃতিত্ব মহান আল্লাহ তায়ালার এবং সকল ব্যর্থতার দায় ভার নিজের উপর নিয়ে সবার নিকট দোয়া কামনা করেন। - ইসমাইল হোসাইন, ডিরেক্টর, কমিউনিকেশন মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট, মুনা ওয়েস্ট জোন।
প্রকাশকাল : জুলাই ২০২২
আপনার মূল্যবান মতামত দিন: