নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে লস অ্যাঞ্জেলেস চ্যাপ্টারের রিসিপসন ও ইফতার মাহফিল

মুনা নিউজ ডেস্ক | ৪ মে ২০২৩ ০৮:০৩

ফাইল ছবি ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি অধ্যুষিত শহর লস অ্যাঞ্জেলেসে গত ২৭ শে এপ্রিল বুধবার স্থাানীয় সময় ৫:৩০ মিনিটে বাংলাদেশ থেকে সদ্য আগত ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বিশাল রিসিপসন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) ওয়েস্ট জোন অধীনস্থা লস অ্যাঞ্জেলেস চ্যাপ্টারের উদ্যেগে স্থাানীয় হলিউড মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিাত ছিলেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর মুহতারাম আনিসুর রহমান, ইয়ং সিস্টার অফ মুনা ন্যাশনাল ডিরেক্টর প্রফেসর রোকেয়া রহমান রিনা, ওয়েস্ট জোন প্রেসিডেন্ট বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আশরাফ হোসাইন আকবর, ওয়েস্ট জোন সেক্রেটারিও সোস্যাল সার্ভিস ডিরেক্টর জনাব আব্দুল মান্নান, লস অ্যাঞ্জেলেস চ্যাপ্টার প্রেসিডেন্ট শামসুল আরেফিন হাসিব সহ কমিউনিটির সাথংবাদিক, গুনীজন, ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহাগ্রন্থ আল-কোরআন হতে তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সম্মানিত অতিথিরা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। ছাত্র ছাত্রীদের মধ্য থেকে কয়েকজন তাদের বক্তব্যে মুনার সার্বক্ষণিক সহযোগিতা ও পাশে থাকায় আন্তরিক ধন্যবাদ জানান। সবশেষে ইফতার পূর্ব দোয়া ও সকলের মাঝে ইফতার ও ডিনার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।

 

প্রকাশকাল :  জুন ২০২২



আপনার মূল্যবান মতামত দিন: