কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে সময়োপযোগী প্রশিক্ষণ

মুনা নিউজ ডেস্ক | ৪ মে ২০২৩ ১৭:৪৮

ফাইল ছবি ফাইল ছবি

অতি সম্প্রতি জনশক্তির ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) ন্যাশনাল দাওয়াহ এন্ড ফেইথ এওয়ার্নেস এর উদ্যোগে নিউইয়র্ক সিটি, বাফেলো, মিশিগান সহ চ্যাপ্টারসমূহে সম্পন্ন হয়েছে সময়োপযোগী দাওয়াহ ওয়ার্কশপ। শতাধিক নারী-পুরুষ ডেলিগেটস ওয়ার্কশপে অংশ নেন। মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট মুহতারাম হারুন-অর রশিদ, ভাইস প্রেসিডেন্ট মুহতারাম এবিএম ফায়জুল্লাহ, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর মুহতারাম আরমান চৌধুরী ও অন্যান্য ন্যাশনাল, জোনাল ও চ্যাপ্টার নেতৃবৃন্দের অংশগ্রহণে দাওয়াহ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। দাওয়াহ ওয়ার্কশপের সার্বিক তত্বাবধানে ছিলেন ন্যাশনাল দাওয়াহ ডাইরেক্টর মুহতারাম ড: মুহাম্মদ রুহুল আমিন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনু ষ্ঠিত দাওয়াহ ওয়ার্কশপে প্রধান প্রশিক্ষক হিসেবে অংশ নেন বিশিষ্ট দায়ী মুহতারাম আব্দুল্লাহিল মামুন আল আজামী। তিনি দাওয়াতে দ্বীনের গুরুত্ব এবং মুসলমানদের জন্য বিষয়টি অতি মৌলিক দায়িত্বের বিষয় হিসেবে কুরআন-হাদীসের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন। সাথে সাথে বর্তমান সমাজে মুসলমান এবং অমুসলিমদের মাঝে দ্বীন ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছে দেয়া যায় তা হাতে-কলমে প্রশিক্ষণ দেন। এছাড়াও বিষয়টি নিয়ে তিনি গ্রুপভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করেন।

 

প্রকাশকাল :  জুন ২০২২



আপনার মূল্যবান মতামত দিন: