লসএঞ্জেলেস চ্যাপ্টারের নিজস্ব লাইব্রেরী উদ্বোধন

মুনা নিউজ ডেস্ক | ৪ মে ২০২৩ ১৭:৩৩

ফাইল ছবি ফাইল ছবি

ক্যালিফোর্নিয়া মুনা সেন্টারের (সিএমসি) অধীনস্থ হলিউড মসজিদে গত পহেলা জুন, ২০২২, রোজ বুধবার মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা (মুনা) ওয়েস্ট জোন অধীনস্থ লস অ্যাঞ্জেলেস চ্যাপ্টার তাদের নিজস্ব লাইব্রেরি উদ্বোধন করে। লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লস অ্যাঞ্জেলেস চ্যাপ্টার প্রেসিডেন্ট শামসুল আরেফিন হাসিব, ভ্যালী ক্যালিফোনিয়া চ্যাপ্টার প্রেসিডেন্ট ও হলিউড মসজিদ ইমাম মাওলানা আব্দুল মুকিত আজাদ, লস অ্যাঞ্জেলেস চ্যাপ্টার সেক্রেটারি আব্দুল মালেক, ও সদস্য আহসান হাবীব আরিফসহ অন্যান্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। সংক্ষিপ্ত কথায় চ্যাপ্টার প্রেসিডেন্ট বলেন, তাদের এই লাইব্রেরীতে শিশুকিশোরসহ বড়দের জন্য পবিত্র কোরআন ও হাদিস সহ বিভিন্ন ধরনের ইসলামিক বই থাকবে। বিশেষ করে এই লাইব্রেরীতে শিশুদের ইসলাম সম্পর্কে জানা ও শিখার জন্য রাখা হবে বিভিন্ন ধরনের ইসলামিক বই। তিনি সবাইকে এই লাইব্রেরি কে সমৃ দ্ধ করার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানান। - কমিউনিকেশন মিডিয়ান কালচারাল ডিপার্টমেন্ট, মুনা ওয়েস্ট জোন।

 

প্রকাশকাল :  মে ২০২২



আপনার মূল্যবান মতামত দিন: