ছবি : ফেসবুক থেকে সংগৃহীত
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা ওয়েস্ট জোন ও নর্থ আমেরিকান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ - নাহারের যৌথ উদ্যোগে গত ২০ ডিসেম্বর (শনিবার) “কালচারাল নাইট এন্ড মেজবানি ডিনার” অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ এই আয়োজনটি করা হয় হলিউড মসজীদের মুনা সেন্টারে।
এত বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নাহার প্রেসিডেন্ট ডা. আতাউল হক ওসমানি, লং বিচ ইসলামিক সেন্টার, ক্যালিফোর্নিয়ার ডিরেক্টর ইমাম তারেক মোহাম্মাদ, মুনা’র ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান গাজী, মুনা ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আবদুল মান্নান এবং মুনা ওয়েস্ট জোন ভাইস প্রেসিডেন্ট আশরাফ হোসাইন আকবর।


এছাড়াও অনুষ্ঠানের আহবায়ক হিসেবে ভূমিকা রাখেন নাহারের ডিরেক্টর দেলোয়ার হোসেন মজুমদার।
কালচারাল নাইটের অন্যতম আকর্ষণ ছিল ন্যাশনাল আর্টিস্ট ও কান্ডারি কালচারাল গ্রুপের যৌথ প্রযোজনা ও দিক নির্দেশনায় পরিবেশনা।
প্রসঙ্গত, এদিন মুনা এবং নাহারের উদ্যাগে ফান্ড সংগ্রহও করা হয়।
সোর্স : ফেসবুক
আপনার মূল্যবান মতামত দিন: