ছবি : ফেসবুক থেকে
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা ওয়েস্ট জোন ও নর্থ আমেরিকান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ - নাহারের যৌথ উদ্যোগে আগামী ২০ ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিতব্য “কালচারাল নাইট মেজবানি ডিনার” অনুষ্ঠানের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনুষ্ঠানটি এখন হলিউড মসজীদের ক্যালিফোর্নিয়া মুনা সেন্টারে অনুষ্ঠিত হবে। গত ১২ ডিসেম্বর মুনা ওয়েস্ট জোন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
ওই পোস্টে প্রোগ্রাম সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য আগ্রহীদের ওয়েস্ট জোনের ভাইস প্রেসিডেন্ট আশরাফ হোসেন আকবর (১-২১৩-৯২৬-২৯৫৯), হলিউড মসজিদের সেক্রেটারি মোহাম্মদ আবদুল মালেক (১-২১৩-৯২৪-২৫১১) এবং ওয়েস্ট জোন কালচারাল কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া ডিরেক্টর ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন (১-২১৩-২৯২-৮২৬৫)-এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, মেজবানী ডিনারে বিশেষ বক্তা হিসেবে থাকছে নাহারের প্রেসিডেন্ট ডা. আতাউল হক ওসমানী, লং বিচ ইসলামিক সেন্টার, ক্যালিফোর্নিয়ার ডিরেক্টর ইমাম তারেক মোহাম্মাদ, মুনা’র ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান গাজী এবং মুনা ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আবদুল মান্নান। এছাড়াও অনুষ্ঠানের আহবায়ক হিসেবে ভূমিকা রাখছেন নাহারের ডিরেক্টর দেলোয়ার হোসেন মজুমদার। ন্যাশনাল আর্টিস্ট ও কান্ডারি কালচারাল গ্রুপের প্রেযোজনা ও দিক নির্দেশনায় থাকছে মনোরম আয়োজন।
আপনার মূল্যবান মতামত দিন: