নিউইয়র্কের জ্যামাইকায় মুনা’র ন্যাশনাল এডুকেশন ক্যাম্প অনুষ্ঠিত

মুনা বুলেটিন ডেস্ক | ৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:২৬

ন্যাশনাল এডুকেশন ক্যাম্পে উপস্থিত নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা ন্যাশনাল এডুকেশন ক্যাম্পে উপস্থিত নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা

গত ২০-২৩ অক্টোবর ২০২২, সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে চার দিন ব্যাপী মুনা ন্যাশনাল এডুকেশন ক্যাম্প নিউইয়র্কের জ্যামাইকা মুনাসেন্টারে অনুষ্ঠিত হয়। মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট মুহতারাম হারুন অর রশিদের সভাপতিত্বে এবং ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর মুহতারাম আরমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত এডুকেশন ক্যাম্পের প্রধান প্রশিক্ষক ছিলেন লন্ডন থেকে আগত এম.সি.সি. ইউকে’র সেন্ট্রাল তারবিয়াহ ডিরেক্টর ও আই.ডি.বি’র সাবেক সিনিয়ার স্কলারশিপ অফিসার এবং বিশিষ্ট স্কলার মুহতারাম মামুন আল আযামী। তিনি একাধিক সেশনে উপস্থিত ডেলিগেটদের অংশগ্রহনের মাধ্যমে, ইসলামী সংগঠনের দায়িত্বশীলদের সাংগঠনিক, সামাজিক এবং এমনকি পারিবারিক ক্ষেত্রেও নেতৃত্বপ্রদান বা দায়িত্বশীলতার বিভিন্ন দিকের উপর আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন।

চারদিন ব্যাপী এডুকেশন ক্যাম্প শেষে মুহতারাম ন্যাশনাল প্রেসিডেন্ট তার সমাপনী বক্তব্যে বলেন-
১। দায়িত্বশীলদের কুরআন তেলাওয়াতসহ কুরআনের জ্ঞান অর্জনের ব্যাপারে আরো মনোযোগী হতে হবে।
২। ইংরেজিসহ ভাষাগত জ্ঞানে দক্ষতা অর্জন করতে হবে।
৩। সময়ের সঠিক ব্যাবহার করে ইহসানের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
৪। এবং ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদতের প্রতিও বিশেষভাবে মনোযোগী হতে তিনি সবাইকে আহবান জানান। ইহতেসাব ও দোয়ার মাধ্যমে এডুকেশন ক্যাম্পের পরিসমাপ্তি ঘটে।



আপনার মূল্যবান মতামত দিন: