জাতীয় পার্টিসহ ১৪ দলকে সংলাপে আমন্ত্রণ না দিতে ইসির প্রতি আহ্বান গণ অধিকার পরিষদের

মুনা নিউজ ডেস্ক | ১২ নভেম্বর ২০২৫ ১৮:০২

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি, ১৪ দলসহ যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার অধীনে ২০২৪ সালের ডামি নির্বাচনে অংশ নিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, তাদের নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে না ডাকার অনুরোধ জানিয়েছে গণঅধিকার পরিষদ।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন গণঅধিকার পরিষদের নেতারা লিখিতভাবে এ দাবি জানান।

দলটির সাধারণ সম্পাদক মো: রাশেদ খাঁনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে রাশেদ খাঁন সাংবাদিকদের বলেন, জাতীয় ঐকমত্য কমিশন ফ্যাসিস্টের দোসরদের ডাকেনি। ইসি যদি নিবন্ধনের দোহাই দিয়েও তাদের ডাকে, তাহলে জনগণ আন্দোলন শুরু করতে পারে।

সিইসির কাছে দলটির দেয়া চিঠিতে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশন যে দলগুলোকে নিয়ে আলোচনা করেছে, শুধু সেই দলগুলো নিয়ে নির্বাচন কমিশনের সংলাপের আহ্বান জানাচ্ছি। ফ্যাসিবাদের দোসররা সুযোগ পেলে, সেটি হবে ছাত্র-জনতার রক্তের সাথে প্রতারণা। নির্বাচন কমিশন এমন কোনো পদক্ষেপ নিলে জনগণ ক্ষুব্ধ হতে পারে।

তিনি বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে অর্থ উপার্জন করেছে। সুতরাং পদে থাকা আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্রভাবে অংশ নেয়ার সুযোগ পেলেও অর্থের ছড়াছড়ি ও পেশীশক্তির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে।

তাই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশগ্রহণের সুযোগ না পায়, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে কমিশনের প্রতি চিঠিতে অনুরোধ জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: