 নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম | ফাইল ছবি
                                    নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম | ফাইল ছবি
                                    আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে রমজান মাসের পূর্বে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি জানান, ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল ঘোষণা করা হবে এবং প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে নভেম্বর থেকে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালীতে এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে রমজান মাসের পূর্বেই অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে। তবে, নির্বাচন আগে বা পরে হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। "বর্তমানে সরকার কিভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়টি আমাদের কাছে পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে আমরা আপনাদের জানাবো।"
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের পরিকল্পনা ইতোমধ্যে তৈরি করা হয়েছে এবং মিডিয়ার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন।
নির্বাচনের কর্মপরিকল্পনা বিধিমালা অনুযায়ী কিছু প্রতীকের তফসিল থাকে, যা সময় সময় পরিবর্তন, পরিবর্ধন, ও পরিমার্জন করা হয়।
প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধন প্রক্রিয়া নভেম্বর থেকে শুরু হবে এবং কয়েদি আসামিদেরও ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেবে, সে সম্পর্কে রাজনৈতিক সিদ্ধান্ত আসা বাকি রয়েছে।
এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, "পি আর বিষয়টি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, যা সরকারের পক্ষ থেকে আসবে"।
পটুয়াখালী সার্কিট হাউসে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন এর সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এরপরে, নির্বাচন কমিশনার কুয়াকাটায় একটি কর্মশালায় যোগ দিতে রওনা দেন।
 
             
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: