জাতীয় নির্বাচনের দিন গণভোটের কোনো বাস্তবতা নেই: মুজিবুর রহমান

মুনা নিউজ ডেস্ক | ৩১ অক্টোবর ২০২৫ ২০:৪৭

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীতে শ্রমিক সমাবেশে বক্তৃতা করছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীতে শ্রমিক সমাবেশে বক্তৃতা করছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

জাতীয় নির্বাচনের দিন গণভোটের কোনো বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর পল্লবী এলাকায় শ্রমিক সমাবেশে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে তিনি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনে সংস্কার এবং ফ্যাসিবাদী সহযোগীদের বিচারের মাধ্যমে একটি স্বচ্ছ প্রক্রিয়া প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন।

নির্বাচন পদ্ধতির সংস্কার নিয়ে মুজিবুর রহমান বলেন, নির্বাচন-ডাকাতি স্থায়ীভাবে থামাতে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতির কোনো বিকল্প নেই।

তিনি অভিযোগ করে বলেন, ‘যারা জনগণের ভোটের মূল্যায়ন করতে চায় না, তারাই এখন গণভোট বানচাল করার চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের দিন গণভোটের কোনো বাস্তবতা নেই।’

দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য তিনি একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরেন। মুজিবুর রহমান বলেন, ‘আগে বিচার-সংস্কার, তারপর জাতীয় নির্বাচন হবে।’ তিনি জোর দিয়ে বলেন, প্রশাসনের শুদ্ধি অভিযান ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

‘প্রশাসনে যারা ফ্যাসিবাদের সহযোগী ছিল, তাদের কাউকে প্রশাসনে রাখা যাবে না। ফ্যাসিস্টের সহযোগী হয়ে যারা ফ্যাসিবাদ দীর্ঘায়িত করেছে, তাদেরও বিচারের আওতায় এনে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে হবে’, যোগ করেন মুজিবুর রহমান।

ভালোবাসা নিয়ে ভোটারদের কাছে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, রাজনৈতিক প্রতিপক্ষের কোনো সংঘাত বা উসকানি এড়িয়ে তারা ইতিবাচক রাজনীতি নিয়ে এগোবেন।

গালির জবাবে আমরা গালি দেব না। আমরা ভালোবাসা নিয়ে ভোটারদের কাছে যাব।

তিনি আশা প্রকাশ করে বলেন, ডাকসু ও চাকসুতে শিক্ষার্থীরা তাদের ফিরিয়ে দেয়নি, তেমনি আসন্ন জাতীয় নির্বাচনেও জনগণ তাদের ফিরিয়ে দেবে না।



আপনার মূল্যবান মতামত দিন: