বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই। আর সেই রায়ে নির্বাচন চায় জামায়াত। বলেছেন, বিএনপির জন্য আমরা ছাড় দিয়েছে। এনসিপি একটা প্রস্তাব দিয়েছিল বিএনপি সেটার বিরোধিতা করেছে সেক্ষেত্রেও আমরা তাদের পক্ষে থেকে ছাড় দিয়েছি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে নানা পাঁয়তারা চলছে দেশে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টির-এ কথা জানিয়ে মোহাম্মদ তাহের বলেন, কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করেনি জাতীয় ঐকমত্য কমিশন। এ কমিশন চেয়েছিল সব সিদ্ধান্তে শতভাগ একমত করা। আমরা ৬০ থেকে ৭০ ভাগেই একমত ছিলাম। নির্বাচনের আছে ৯০ দিন, এখন যদি নোট অফ ডিসেন্ট পাঠানো হয় প্রতিদিন। তাহলে তো জনগণকে বিভ্রান্ত করা হবে।
আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাই বলেন জানান তিনি।
তিনি আরও বলেন, সামনে আমাদের দুইটা নির্বাচন, একটা গণভোট ও আরেকটা জাতীয় নির্বাচন। এখন যদি কালক্ষেপণ করে পরে বলেন সময় নাই, তাহলে সেটা হবে প্রতারণা।
আমরা আশা করছি সরকার আজকের ভেতরে গণভোটের আদেশ জারি করবে, তারা কোনো সময়ক্ষেপন করবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
দ্রুত গণভোটের তারিখ ঘোষণা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দু-একদিনের মধ্যেই গণভোটের তারিখ ঘোষিত না হলে বৃহত্তর আন্দোলনে যাবে দল।
বিএনপির জন্য আমরা ছাড় দিয়েছে। এনসিপি একটা প্রস্তাব দিয়েছিল তবে বিএনপি সেটার বিরোধিতা করেছে, আমরা সেক্ষেত্রে বিএনপির পক্ষে থেকে ছাড় দিয়েছি এ কথা জানিয়ে তাহের আরও বলেন,
প্রধানমন্ত্রী একাধিকবার হতে পারবে না এমন প্রস্তাব ছিল। বিএনপির সেখানে আপত্তি ছিল, আমরা সেখানেও তাদের জন্য ছাড় দিয়েছি।
আপনার মূল্যবান মতামত দিন: