'প্রধান উপদেষ্টা' পদে বসতে চেয়েছিলেন আসিফ নজরুল : এনসিপি মুখ্য সমন্বয়ক

মুনা নিউজ ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৫ ২১:০৫

ফাইল ছবি ফাইল ছবি

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল অন্তর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বিস্ফোরক মন্তব্যের পর বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি। তার এ বক্তব্য ঘিরে কৌতুহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন।’ এনসিপি এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

তার এমন বক্তব্যের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। আসলেই কি তিনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন নাকি এটি নিছকই নাসীরুদ্দীন পাটওয়ারীর নিজস্ব বক্তব্য তা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন।

তার এমন বক্তব্যের পরদিন আজ বুধবার আবারও আসিফ নজরুলকে নিয়ে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। রাজধানীর বাংলামোটর রূপায়ন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে বলেন, আইন মন্ত্রণালয়ের ওপর আস্থা নেই। আসিফ স্যারের ওপর আস্থা নেই। কমিশন ড্রাফট আকারে যখন হাজির করবে আমরা সেটা পড়ব। যদি দেখি জনগণের সব আশা-আকাঙ্ক্ষা এবং গণঅভ্যত্থানকে প্রাথমিক ভিত্তিমূল ধরে নেওয়া হয়েছে, তখন আমরা স্বাক্ষর করব।

এদিন বিকালে আসিফ নজরুলকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি প্রশ্ন তুলেন, আসিফ নজরুল কার কাছে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব করেছিলেন?

রাশেদ খান বলেন, ‘অথচ ৫ আগস্ট হাসিনার পতনের পর বর্তমান রাষ্ট্রপতিকে বহাল রেখে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন নাহিদ ইসলাম। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো আছে। এছাড়া গত ১৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাক্ষ্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘পূর্বপ্রস্তুতি হিসেবে তারা নতুন সরকার গঠনের জন্য মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেন। ৪ আগস্ট তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেন তারা।’

রাশেদ বলেন, ‘অর্থাৎ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে থাকা সময়েই নাহিদ ইসলামরা সরকার গঠনের ছক তৈরি করে ফেলেন। যদিও এসব নিয়ে বেশ অস্পষ্টতা আছে। তবুও আমার প্রশ্ন হলো, তখন কি আসিফ নজরুল স্যার এটি জানতে পেরে নাহিদ ইসলামকে প্রস্তাব দিয়েছিলেন যে, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা না করে তাকে করা হোক? এ ধরনের কোনো বক্তব্য নাহিদ ইসলাম কোনো দিন দেননি, গণঅভ্যূত্থানের ইতিহাস নিয়ে আসিফ মাহমুদ বই লিখেছেন সেখানেও এমন কিছু বলা নেই। এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী তাহলে এতোদিন পর এমন উদ্ভট দাবি তুললেন কেন? কোন অসৎ উদ্দেশ্যে তার উপর চাপ সৃষ্টি করার জন্য?’

বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে বাহাস হলেও আসিফ নজরুল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। সরকারের তরফ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি।



আপনার মূল্যবান মতামত দিন: