
আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে পুনরায় ফ্যাসিবাদের জন্ম নেবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পেশিশক্তির প্রভাব খাটিয়ে ক্ষমতা কুক্ষিগত করার দিন শেষ বাংলাদেশে৷
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পাঁচ দফা দাবিতে দেশের সব মহানগরীতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রংপুরে তিনি এ কথা বলেন।
জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী নির্বাচনে পিআর পদ্ধতি প্রণয়নসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে সমাবেশের পর এবার বিভাগীয় পর্যায়ে কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এদিন সাত বিভাগীয় শহরে কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করে মহানগরী জামায়াত। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল৷ সমাবেশ শেষে রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোয় পুনরায় নির্বাচন হলে দেশে আবার ফ্যাসিবাদ তৈরি হবে। এসময় পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণ চায় কিনা তা জানতে সরকারকে গণভোট দেয়ার আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, একটি পক্ষ সরকারকে চাপ প্রয়োগ করে প্রভাবিত করার চেষ্টা করছে। রাজনৈতিক আধিপত্য সৃষ্টি করে আর কেউ ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর সমাবেশ করে মহানগরী জামায়াত। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পিআর পদ্ধতির বিকল্প নেই।
একই দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে সিলেট, বরিশাল, খুলনাসহ অন্যান্য মহানগরী শাখা জামায়াত।
আপনার মূল্যবান মতামত দিন: