জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের নিন্দা

মুনা নিউজ ডেস্ক | ২৩ এপ্রিল ২০২৫ ১৭:৫৬

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যুতে নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এ নিষ্ঠুর সহিংসতার ঘটনায় ভুক্তভোগী সবার প্রতি আন্তরিক সহানুভূতিও প্রকাশ করে বাংলাদেশ।

একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে তার দ্ব্যর্থহীন প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পাহালগামে পর্যটকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশটির বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, হামলায় ২৬ জন নিহত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: