যুক্তরাষ্ট্রে বাংলাদেশের গার্মেন্ট রপ্তানি বৃদ্ধি পেয়েছে ১৭.২৩%

মুনা নিউজ ডেস্ক | ১৯ এপ্রিল ২০২৫ ২১:৫১

ফাইল ছবি ফাইল ছবি

বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ১৭.২৩ শতাংশ বেড়েছে। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি)-এর সর্বশেষ তথ্যে এমন খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের সবচেয়ে বড় একক রপ্তানি গন্তব্য হওয়ায় ট্রাম্প প্রশাসনের এপ্রিল মাসে আরোপিত পাল্টা শুল্কের মধ্যেও এমন বৃদ্ধি সম্ভব হয়েছে।

গত ৯ মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মোট গার্মেন্টস রপ্তানির ১৮.৯৭ শতাংশ গ্রহণ করেছে, যার মূল্য ৫.৭৪ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম তৃতীয়াংশে বাংলাদেশের তৈরী পোশাক রপ্তানি সর্বমোট দাঁড়িয়েছে ৩০.২৫ বিলিয়ন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রপ্তানির সবচেয়ে বড় আঞ্চলিক গন্তব্য হিসেবে তার অবস্থান বজায় রেখেছে, মোট রপ্তানির ৪৯.৮২ শতাংশ গ্রহণ করেছে, যার মূল্য ১৫.০৭ বিলিয়ন ডলার। এটি বছরে ১১.৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইইউ বাজারে সর্বোচ্চ আমদানি জার্মানির। যা ৩.৮০ বিলিয়ন ডলারের গার্মেন্টস পণ্য। এর পরবর্তী অবস্থানে রয়েছে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি এবং পোল্যান্ড।

নেদারল্যান্ডসে আমদানি ২৩.১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তবে ফ্রান্স, সুইডেন এবং ডেনমার্কেও দৃশ্যমান বৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশের গার্মেন্টসের ঐতিহ্যবাহী শক্তিশালী বাজার যুক্তরাজ্য ৩.৩৬ বিলিয়ন ডলারের গার্মেন্টস আমদানি করেছে, যা মোট রপ্তানির ১১.১০ শতাংশ। তবে, যুক্তরাজ্যে আমদানি বৃদ্ধি  মাত্র ৪.১৪ শতাংশ।

অনিয়মিত বাজারগুলোতে রপ্তানি ৬.৬৬ শতাংশ বেড়ে ৫.১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা মোট রপ্তানির ১৬.৯৩ শতাংশ।

জাপান এই ক্যাটাগরিতে নেতৃত্ব দিয়েছে, ৯৬০.৪৫ মিলিয়ন ডলারের গার্মেন্টস আমদানি করেছে, এর পর রয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত।

অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর মধ্যে তুরস্ক ৩৫৭.২২ মিলিয়ন ডলারের গার্মেন্টস আমদানি করেছে, মেক্সিকো ২৫১.২২ মিলিয়ন ডলার গার্মেন্টস আমদানি করেছে।

কিন্তু, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়ায় রপ্তানি হ্রাস পেয়েছে।

রাশিয়ায় চাহিদা কমার পেছনে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও কোরিয়া বাজারে মন্দাবস্থা নতুন বাণিজ্যিক সম্পৃক্ততার প্রয়োজনীয়তা নির্দেশ করছে।

পণ্যভিত্তিক নিটওয়্যার রপ্তানি ১১.২২ শতাংশ বেড়েছে, যদিও বাজারে বৃদ্ধির গতি কিছুটা ধীর হয়েছে।

ওভেন গার্মেন্টসের রপ্তানি ১০.৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিশেষত কম পরিচিত বাজারে চাহিদা বৃদ্ধির কারণে সম্ভব হয়েছে, যদিও যুক্তরাজ্যে বৃদ্ধির হার কম ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: