বিমসটেক শীর্ষ সম্মেলনে ইউনূস এবং মোদীর ঐতিহাসিক বৈঠকের প্রস্তুতি

মুনা নিউজ ডেস্ক | ২ এপ্রিল ২০২৫ ২০:২৭

ফাইল ছবি ফাইল ছবি

থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আগামী ৪ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বিকেলে ঢাকা ও দিল্লির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের সরকারের শীর্ষ এক কর্মকর্তা বলেন, আমি আপনাকে বলতে পারি, বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছুই বলেননি তিনি।

এদিকে নয়াদিল্লিও বৈঠকের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, তাদের মধ্যে সাক্ষাৎ হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে আজ থাইল্যান্ডের রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেছিলেন, বিমসটেক সম্মেলনের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী।

অন্যদিকে রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, 'আমরা ভারতের সঙ্গে এই বৈঠক (দুই দেশের নেতাদের মধ্যে) আয়োজনের অনুরোধ করেছি... এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।'

এক প্রশ্নের জবাবে ড. খলিলুর বলেন, বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন, তাই অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার সুযোগ রয়েছে।

তিনি বলেন, 'এই বৈঠক নিয়ে আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।'

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

আগামী ৪ এপ্রিল অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

ব্যাংককে আজ বুধবার বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের ৭টি দেশ।

প্রথম দিন সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন।

এদিকে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনেও সরকারের পক্ষ থেকে এবিষয়ে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান জানান, 'আমরা আনুষ্ঠানিকভাবে বৈঠকের অনুরোধ জানিয়েছিলাম। তাই আশাবাদী হওয়ার যৌক্তিক কারণ আছে। বৈঠক হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে।'

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

গত বছরের ৮ আগস্টে অন্তর্বর্তী সরকার গঠনের পরে এটিই হবে ড. ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রীর প্রথম মুখোমুখি বৈঠক।

বিমসটেক সম্মেলনে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংককে যাবেন প্রধান উপদেষ্টা।

বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলো হলো– বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

 



আপনার মূল্যবান মতামত দিন: