প্রকৌশলীদের দক্ষতার পাশাপাশি সততার চর্চা করতে হবে : জামায়াত আমির

মুনা নিউজ ডেস্ক | ১৬ মার্চ ২০২৫ ২৩:০৯

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

প্রকৌশলীদের একই সঙ্গে দক্ষ এবং সৎ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশের (এফইএবি) উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। মানুষকে তিনি ভালো মন্দের জ্ঞান বা বিবেক দিয়েছেন। প্রকৌশলীরা হচ্ছে মানুষের মধ্যে অন্যতম সেরা মেধাবী। কিন্তু একজন মানুষের মাঝে শুধু জ্ঞান ও দক্ষতা থাকলেই হবে না, তাকে একই সঙ্গে সৎ-ও হতে হবে। তাহলেই তার দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে।

তিনি বলেন, আল্লাহ তায়ালা মনোনীত বিধান হচ্ছে ইসলাম। সেই ইসলামী জীবনব্যবস্থা থেকে দূরে সরে গিয়ে মন মতো ইসলামের আংশিক বিধান পালন করার ফলে সমাজ বিশৃঙ্খলা ও অনাচার থেকে রেহাই পাচ্ছে না। ইসলাম আংশিক মানার সুযোগ নেই। ইসলামের আলোকে পুরোপুরি নিজেদের জীবন গড়ে তুলতে হবে। তবেই দুনিয়া শান্তিময় হয়ে উঠবে।

ফোরামের সভাপতি প্রকৌশলী মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের নায়েবে আমীর ড. এডভোকেট হেলাল উদ্দীন, উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: