শহীদ আবরার ফাহাদ পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পদক

মুনা নিউজ ডেস্ক | ৩ মার্চ ২০২৫ ১৫:৪৯

ছবি : ফেসবুক থেকে ছবি : ফেসবুক থেকে

মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পাচ্ছেন শহীদ আবরার ফাহাদ। ২০১৯ সালের অক্টোবরে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান। ওই পোস্টে বলা হয়, মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পাচ্ছেন আবরার ফাহাদ।

এতে আরও বলা হয়, ‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্তচিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!’

উল্লেখ্য, আবরার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেয় আদালত।



আপনার মূল্যবান মতামত দিন: