
পলাতক একটি অপশক্তি বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে দেশের অর্থনীতি সহজ করেছে সরকার। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠনসহ রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, দেশের যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, তার নতুন চেহারা আসছে। ভেসে উঠছে যে, আমরা অর্থনীতি সহজ করেছি। দেশ-বিদেশের আস্থা অর্জন করেছি। এটাতো পরিষ্কার- সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে আমি অমুক দেশের আস্থা অর্জন করতে পারিনি। যে দেশেই বলুন, তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে। শুধু আস্থা স্থাপন করেছে না, বিপুলভাবে করেছে।
তারা বলছে আমরা অতীতে যা করি নাই তারচেয়ে বেশি করবো এখন, যেহেতু আমরা দেখছি যে সুন্দরভাবে সরকার চলছে এখন। সেইজন্য তারা বলছে। কাজেই এটা একটাতো বড় প্রমাণ। যখনই আপনি দেশের সারিগুলা দেখবেন- প্রত্যেকটা দেশ নিজে এসে বলেছে, আমরা তোমাদের সমর্থন করছি। তোমাদের যা দরকার আমরা দেবো। অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে তারা।
সংস্কার ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, এটির শুরু এখনও হয়নি। অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে, তারা রিপোর্ট প্রকাশ করবে। বিষয়টি সময়সাপেক্ষ। তবে ইতিবাচক আবহ খুব শিগরিরই দেখা যাবে বলে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস বলেন, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। পুলিশ বাহিনী পুরোদমে কাজে ফিরতে কিছুটা সময় লেগেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটা থানায় সহজ উপায়ে জনসাধারণকে সেবা দেয়ার প্রক্রিয়া চলছে। অনলাইনে বেশকিছু কাজ করা সম্ভব এখন, যা হয়রানি অনেকটাই কমিয়ে দিয়েছে।
শেখ হাসিনার সরকার পতনের ঠিক পরে দেশের সর্বস্তরের মানুষের ভেতর এক কাতারে যে ঐক্য ও মেলবন্ধন দেখা গিয়েছিল, যা অন্তর্বর্তী সরকার গঠনের পাশাপাশি সমর্থন দিয়েছে, রসদ জুগিয়েছে। সেই জোয়ারে ভাটা পড়েছে কি না— এমন প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা জানান, ঐক্য এখনও বিদ্যমান। বলেন, আমারতো অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। কেউ আমাকে অসমর্থন করছে, এরকম কোনো খবরতো আমি পাইনি এখনও।
সেনাবাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা এখনও রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। অপরদিকে, ঢাকা-দিল্লি আন্তর্জাতিক সম্পর্কে কোনও অবনতি হয়নি বলে মনে করেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: