 টিআই আয়োজিত সংবাদ সম্মেলন, ছবি: সংগৃহীত
                                    টিআই আয়োজিত সংবাদ সম্মেলন, ছবি: সংগৃহীত
                                    
বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হলো সুদান। আর সবচেয়ে কম ডেনমার্ক।
মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডি টিআইবির কার্যালয়ে ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪’ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টিআইবি’র নির্বাহী পরিচালক ড. মো ইফেতারুজ্জামান।
সংস্থাটি জানায়, দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর ২৩। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। তালিকায় বাংলাদেশ এখন ১৫১তম, যা আগে ছিল ১৪৯-এ।
এবারের তালিকায় বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হলো সুদান যার স্কোর আট। আর দুর্নীতি সবচেয়ে কম ডেনমার্কে, দেশটির স্কোর ৯০।
সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, ‘সিপিআই-২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩। যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর স্কোর বিবেচনায় উচ্চক্রম (ভালো থেকে খারাপ) অনুসারে দুই ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫১তম এবং নিম্নক্রম অনুসারে ১৪তম। একই স্কোর নিয়ে তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১৫১তম অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ১৭ পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্কোর ও অবস্থানে রয়েছে। এ অঞ্চলে আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর ও অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন।’
 
             
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: