
যতদিন পর্যন্ত ডেভিল শেষ না হবে, ততদিন পর্যন্ত ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে ‘মৃত্তিকা ভবন’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
‘ডেভিল হান্ট’-এ টার্গেট কারা এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘টার্গেট ডেভিলরা। ডেভিল মানে কী? শয়তান হলে তো টার্গেট হয়। যারা দেশকে অস্থিতিশীল করে, আইন অমান্য করে, দুষ্কৃতকারী ও সন্ত্রাসী তারাই এটার টার্গেট।’
অপারেশনে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ভেঙে ফেলা কৃষকের ভাস্কর্য সম্পর্কে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,‘যারা এটি ভেঙেছে তাদের অবশ্য আমরা আইনের আওতায় নিয়ে আসব। যারা এটা করেছে, তাদের বেকুব ছাড়া আমি কিছুই বলবো না।’
উল্লেখ্য, গাজীপুরসহ সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়।
আপনার মূল্যবান মতামত দিন: