বাংলাদেশ ইসলামী আন্দোলনের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক

মুনা নিউজ ডেস্ক | ২৭ জানুয়ারী ২০২৫ ১৪:০২

বৈঠকে মির্জা ফখরুল ও চরমোনাইয়ের পীর, ছবি সংগৃহীত বৈঠকে মির্জা ফখরুল ও চরমোনাইয়ের পীর, ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে বৈঠকে বসেছেন। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে তিনি পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। তাঁর সঙ্গে আছেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির এ প্রসঙ্গে জানান, চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে বৈঠকে উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইমতিয়াজ আলম।

গতকাল রোববার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিবের সঙ্গে দলটির বৈঠকের তথ্য জানানো হয়।

এর আগে ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বরিশালে গিয়ে চরমোনাইয়ের পীরের সঙ্গে সাক্ষাৎ করেন। দুপুরে পীরের বাড়িতে তাঁরা মধ্যাহ্নভোজে অংশ নেন। ইসলামের বিভিন্ন বিষয়ে ভিন্নমত থাকলেও দুই দলের শীর্ষ নেতাদের ওই সাক্ষাৎ বা বৈঠকের ঘটনা দেশের ধর্মভিত্তিক ইসলামপন্থীদের রাজনীতিতে কৌতূহলের সৃষ্টি করে। এর এক সপ্তাহের মাথায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম চরমোনাাইয়ের পীরের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর কার্যালয়ে গেলেন।

এর আগে ২২ জানুয়ারি খেলাফত মজলিসের আমির, মহাসচিবসহ ৯ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। খেলাফত মজলিস একসময় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক ছিল। ২০২১ সালের অক্টোবরে একটি ‘বিশেষ প্রেক্ষাপটে’ জোট ছেড়ে যায় তারা। ২২ জানুয়ারির বৈঠকটি ছিল প্রায় তিন বছর পর।

এই বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে বলা হয়, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল, বিশেষ করে ধর্মভিত্তিক ইসলামি দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে তারা।

জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াতসহ অন্য ইসলামি দলগুলোকে নিয়ে ঐক্যের চেষ্টা চলছে। গত ২৪ জানুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলীয় এক কর্মসূচিতে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির বলেছিলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে এবং এটি চলমান রয়েছে।’

ইসলামি দলগুলোর এমন তৎপরতার মধ্যেই বিএনপি শীর্ষ নেতৃত্ব দলগুলোর কারও কারও সঙ্গে বৈঠক শুরু করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা এটাকে ইসলামি দলগুলোকে কাছে টানার চেষ্টার অংশ হিসেবে দেখছেন।



আপনার মূল্যবান মতামত দিন: