অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে পাচার হওয়া কোটি কোটি ডলার উদ্ধারের জন্য ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) সভাপতি ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চেয়েছেন।
তিনি বলেছেন “স্বৈরশাসনের ঘনিষ্ঠজনরা দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে প্রায় ১৭ বিলিয়ন ডলার এবং হাসিনার ১৫ বছরের শাসনামলে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে।”
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে দু'জনের সাক্ষাতের সময় প্রফেসর ইউনূস লাগার্ডকে এই কথা বলেন।
ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের পর হাসিনা গত বছরের ৫ আগস্ট হাসিনা ভারতে পালিয়ে যান, যা তার ১৫ বছরের শাসনের পতন ঘটায়। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ৮ আগস্ট ক্ষমতা গ্রহণ করে।
ড. ইউনূস বলেন, দেশের আদালতে তার গণহত্যা এবং জোরপূর্বক গুমের বিচার হওয়ার পাশাপাশি, হাসিনা ও তার ব্যবসায়িক মিত্রদের অর্থ আত্মসাৎ এবং পাচারেরও বিচার হবে। কারণ তারা যেটা করেছে তা ছিলো এক বিশাল মহাসড়ক ডাকাতি। তিনি বলেন, এসব লুটোরারা প্রথমে ব্যাংক দখল করে এবং তারপর ঋণ নেয়, যা তারা কখনও ফেরত দেয়নি।
২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা লাগার্দ বলেন, তিনি ইউনূস সরকারের অর্থ পুনরুদ্ধারের সকল পদক্ষেপকে সমর্থন করবেন এবং তহবিল পুনরুদ্ধার এবং প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ আইএমএফের সাহায্য নিতে চাইলে সেখানেও সুপারিশ করবেন।
আলোচনার সময়, তারা জুলাইয়ের বিদ্রোহ এবং বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেছেন। লাগার্দ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও তার সমর্থন প্রকাশ করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: