বাংলাদেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

মুনা নিউজ ডেস্ক | ১৬ জুন ২০২৩ ১৮:৪৪

বাংলাদেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প : সংগৃহীত ছবি বাংলাদেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প : সংগৃহীত ছবি


বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ১৬ জুন, শুক্রবার সকাল পৌনে ‌১১টার দিকে কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫ । ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জে। এতে বাংলাদেশ ও ভারতের কিছু অংশ কেঁপে ওঠে।

তাৎক্ষণিকভাবে গুগল এ ভূকম্পনের মাত্রা ৪ দশমিক ৬ বলে জানালেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ এবং এর অবস্থান ছিল সিলেট থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। 

অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিকাল সেন্টারের তথ্য অনুযায়ী, সিলেট থেকে ৩২ কিলোমিটার দূরে সৃষ্ট এ কম্পনের মাত্রা ছিল ৪.৮। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার।

এর আগে গত ৫ মে সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয় ঢাকায়। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের রাজধানী থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে দোহারে।



আপনার মূল্যবান মতামত দিন: