২০ জানুয়ারি বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ‘বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি’র উদ্বোধন করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসই সাথে অনলাইনে নির্ধারিত চাঁদা দিয়ে নিজের সদস্যপদ নবায়ন করেন তিনি।
এর পরপরই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতও ফরম পুরণ করে তাদের সদস্যসপদ নবায়ন করেন।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া তারেক রহমান বলেন, ‘‘আজকে দিন বিএনপির নেতা-কর্মীদের আনন্দের দিন। আজকে যে কর্মসূচি শুরু করলাম, আমার সামনে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দেখতে পারছি, আপনাদের মাধ্যমে আমাদেরকে এই সাংগঠনিক কর্মসূচিটি সাকসেসফুল করতে হবে।’’
তিনি বলেন, ‘আপনাদের দিকে দল থাকিয়ে আছে… আপনারা জেলা, থানা, পৌর, ইউনিয়ন, গ্রাম এই পর্যায়ে যেসব নেতৃ্বৃন্দ আছেন তাদেরকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময়ে আপনারা সকলকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে সফল হয়েছিলেন, একই ভাবে এই কর্মসূচিটিও আপনারা সফল করবেন।’’
পরিশেষে জনাব তারেক রহমান দলের মধ্যে মেধাবী নেতৃত্ব গড়ে তোলা ও রাজনৈতিক প্রশিক্ষনের উদ্যোগ নেয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। ’
আপনার মূল্যবান মতামত দিন: