বাংলাদেশে এইচএমপিভি শনাক্ত হলো একজনের শরীরে

মুনা নিউজ ডেস্ক | ১২ জানুয়ারী ২০২৫ ১৭:১২

ফাইল ছবি ফাইল ছবি

বাংলাদেশে এক নারীর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর হালিমুর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত ওই নারীর বাড়ি নরসিংদীতে। তার বয়স ৩০ বছর।

হালিমুর রশিদ বলেন, ‘একজন নারীর শরীরের এইচএমপিভি ধরা পড়েছে। তবে শুধু এইচএমপিভি নয়, এর সঙ্গে অন্য একটা ব্যাকটেরিয়া আছে।’

তিনি আরও বলেন, ‘এবারই প্রথম নয়, এর আগেও এইচএমপিভি ধরা পড়েছিল। গত ২০১৭ সাল থেকে এই পর্যন্ত ১৬ থেকে ১৭ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।’

উল্লেখ্য, করোনার পর এর মধ্যেই আবারো বিশ্বে হুমকি হয়ে উঠছে নতুন মহামারি। পুরনো এইচএমপিভি নতুন করে ছড়াচ্ছে দেশে দেশে।এ অবস্থায় চীন-জাপানে নতুন আতঙ্ক এইচএমপিভি প্রাদুর্ভাব বেড়েছে। চীন-জাপান ছাড়িয়ে মালয়েশিয়া ও ভারতেও এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: