মেজর ডালিম দেশে ফিরলে ১৫ই আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব: পিনাকী

মুনা নিউজ ডেস্ক | ৭ জানুয়ারী ২০২৫ ২০:৫৫

ফাইল ছবি ফাইল ছবি

দীর্ঘ ৫০ বছর আড়ালে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবের লাইভে আসেন। কথা বলেছেন মুক্তিযুদ্ধসহ অনেক বিষয় নিয়ে।

দীর্ঘ সময় পর মেজর শরিফুল হক ডালিমকে (পরে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেখে অনেকেই অবাক হন। কারণ এতদিন তিনি জীবিত আছেন কি না, এ নিয়েও ধূম্রজাল ছিল। লাইভ অনুষ্ঠানে আসার পর সেই সন্দেহ কেটে যায়। তবে এবার সবার মাঝে দেখা দিয়েছে কৌতূহল জাগানিয়া প্রশ্ন, কোথায় আছেন মেজর ডালিম? কোন দেশ থেকে তিনি এই লাইভ অনুষ্ঠানে যুক্ত ছিলেন?

সোমবার (৬ জানুয়ারি) রাতে ইউটিউবে এক ভিডিওতে প্রবাসী লেখক, ব্লগার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, আমাকে সুইডেনের বড় ভাই, যিনি মেজর ডালিমের শিষ্য, তিনি বলেছেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার। উনি (মেজর ডালিম) অবশ্যই দেশে আসবেন। আমাদের দেশে নতুন সংবিধান লিখলে ১৫ আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব।

পিনাকী বলেন, আগের রায়, বিচার, সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। ’২৪-এর বিপ্লব যারা রচনা করেছেন, তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম। অন্তত আমার তো ছিলেনই। ওনার নাম আমরা আকাশে তুলে রাখব- ঈশা খান, তিতুমীর, হাজী শরিয়তউল্লার কাছে।

বাংলাদেশে যতবার জালিম আসবে, ততবার মেজর ডালিমরা জন্মাবেন মন্তব্য করে পিনাকী ভট্টাচার্য বলেন, কখনো তাদের নাম হবে আবু সাঈদ, কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ, কখনো তাদের নাম হবে ওয়াসিম। আমরা একেকটা তারার নাম দেব এই বীরদের নামে।

প্রবাসী এই অ্যাকটিভিস্ট বলেন, ২৪-এর বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে, যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি। সেদিন হবে বিপ্লবের প্রকৃত বিজয়।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার সঙ্গে মেজর শরিফুল হক ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: