হাসিনাকে ফেরত না দিলে কোথায় গিয়ে ঠেকবে ঢাকা-দিল্লি সম্পর্ক?

মুনা নিউজ ডেস্ক | ১ জানুয়ারী ২০২৫ ১৮:৫৩

ফাইল ছবি ফাইল ছবি

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি ওই দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ বার্তা দেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের মতো বড় দেশগুলোর সঙ্গে সম্পর্কে ভারসাম্য বজায় রাখা এবং রোহিঙ্গাবিষয়ক ইস্যুগুলো মোকাবেলা করা হবে ২০২৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্রাধিকার।’

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

যদি শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয় ঢাকা-দিল্লির সম্পর্ক স্বাভাবিক হবে কি না, পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি দুটোই পাশাপাশি চলবে। এটা (শেখ হাসিনাকে ফেরত আনা) হলো একটা ইস্যু। আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষের।

আমরা সেগুলো নিয়েও পাশাপাশি আগাব।'

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে জানুয়ারির তৃতীয় সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে।

তিনি বলেন, ‘আমি চীনে যাচ্ছি, আমাকে নিমন্ত্রণ করেছে।

আমি যাচ্ছি সেখানে। আমাদের যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে আলাপ-আলোচনা করব। কী ইস্যু আছে আমি সেগুলো এখন বলব না।’
তিনি আরো বলেন, ‘পররাষ্ট্রসচিব একটা আন্ত মন্ত্রণালয় বৈঠকের আহ্বান করেছে। সেখানে আমরা আলোচনা করব কী কী অর্জন হওয়ার মতো বিষয় রয়েছে।

আর কী কী বিষয়ে তাদের কাছ থেকে সমাধান পেতে পারি।’



আপনার মূল্যবান মতামত দিন: