অধ্যাদেশ উত্থাপনের আগে খসড়া যাচাইয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার

মুনা নিউজ ডেস্ক | ২৮ নভেম্বর ২০২৪ ১৫:০৪

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

মন্ত্রিপরিষদ বিভাগের আন্তঃমন্ত্রণালয় কমিটির মাধ্যমে যাচাই-বাছাই না করে নতুন অধ্যাদেশ এবং সংশোধিত আইনের খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন না করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগের আইন অনুবিভাগ এক অফিস আদেশে সব সচিবকে বিষয়টি জানিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে।

আইনের খসড়া যাচাই-বাছাই করে মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করার লক্ষ্যে ২০১৮ সালের ৭ মার্চ আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর পর থেকে নতুন আইনের খসড়া এবং কোনো আইন সংশোধন করার আগে তার খসড়া এই কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে মন্ত্রিসভা বৈঠকে তোলা হতো। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগের আন্তমন্ত্রণালয় কমিটিতে না পাঠিয়ে সরাসরি উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হয়।

এর পরিপ্রেক্ষিতে আইন অনুবিভাগের অফিস আদেশে বলা হয়েছে, সচিবালয় নির্দেশমালা অনুযায়ী আইন প্রণয়নের যেকোনো উদ্যোগ মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদের সভায় নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদ বিভাগের আইনের খসড়া যাচাই-বাছাইসংক্রান্ত আন্তমন্ত্রণালয় কমিটিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের মেয়াদে মন্ত্রণালয়-বিভাগের আইন ও অধ্যাদেশ প্রণয়নের প্রয়োজনীয়তা থাকলে তা মন্ত্রিপরিষদ বিভাগের খসড়া পরীক্ষা-নিরীক্ষাসংক্রান্ত আন্তমন্ত্রণালয় কমিটিতে পরীক্ষা-নিরীক্ষা করে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপনের জন্য ১৮ নভেম্বর প্রধান উপদেষ্টা অনুশাসন দেন।

২০ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সব আইন ও অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগের আন্তমন্ত্রণালয় কমিটির মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে অফিস আদেশে জানানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: