মানি লন্ডারিং : জয়-পুতুলের ব্যাংক হিসাব স্থগিত

মুনা নিউজ ডেস্ক | ১ অক্টোবর ২০২৪ ০৭:১৯

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সকল ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ৩০ সেপ্টেম্বর, সোমবার বিএফআইইউ থেকে বাংলাদেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

সূত্র জানায়, জয় ও পুতুলের পাশাপাশি শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে।

বিএফআইইউ-এর নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

এছাড়াও, জয় ও পুতুলের নামে খোলা সকল ব্যক্তিগত, যৌথ এবং প্রতিষ্ঠানের হিসাবের সম্পূর্ণ তথ্য বিএফআইইউ-এর কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে, সায়মা ওয়াজেদ পুতুল একজন অটিজম বিশেষজ্ঞ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় জয় ও পুতুল উভয়েই বিদেশে ছিলেন। এরপর তারা আর দেশে ফেরেননি।

এদিকে বিএফআইইউর পৃথক আরেক নির্দেশনায় রাজশাহীর নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এমডি মো. আমিনুল ইসলামের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেই সঙ্গে তার মা-বাবা, স্ত্রী ও ছেলে-মেয়ের ব্যাংক হিসাবও স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্য আরেক নির্দেশনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও তার পরিবারের দুই সদস্যের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। পরিবারের অন্য দুই সদস্য হলেন তার স্ত্রী সিতারা আলমগীর ও ছেলে জয় আলমগীর।

রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলের সঙ্গে বসবে সরকাররাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলের সঙ্গে বসবে সরকার
এ ছাড়াও বিএফআইইউর পৃথক আরেক নির্দেশনায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং তার স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাবে সব ধরনের লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বৈতনিক হিসাব এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: