হাসিনার পরবর্তী পরিকল্পনা কি সে বিষয়ে ভারতও জানে না!

মুনা নিউজ ডেস্ক | ৮ আগস্ট ২০২৪ ১৮:৫৬

ফাইল ছবি ফাইল ছবি

ভারতের পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সাথে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সংবাদ সম্মেলনটি করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল। তিনি জানান, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কয়েক ঘণ্টা আগে ফোনে কথা হয়েছে জয়শঙ্করের। তাদের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার ভারতে গেছেন। এখনো তিনি দিল্লিতেই রয়েছেন। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, এখনো তা ভারত সরকার জানে না, সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, এখনো হাসিনার পরিকল্পনা আমরা জানি না। তাকে ভাবনাচিন্তা করার সময় দেয়া হয়েছে। এ কথা গত মঙ্গলবার সংসদে বলেছিলেন জয়শঙ্কর নিজেই।

শোনা যাচ্ছে, হাসিনা লন্ডনে যেতে চেয়েছেন। কিন্তু ব্রিটেন থেকে এখনো সবুজ সঙ্কেত আসেনি। তার বোন রেহানা ব্রিটেনের নাগরিক। রেহানার কন্যা টিউলিপ সেখানকার ক্ষমতাসীন লেবার পার্টির এমপি। তাই হাসিনা যে লন্ডনেই যাবেন, সেই সম্ভাবনা বেশি ছিল। জল্পনার মাঝেই ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন জয়শঙ্কর। হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয়ার বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি রনধীরও।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। রনধীর বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। তাদের অবস্থার দিকেও নজর রেখেছে ভারত। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অনেক গোষ্ঠী এবং সংগঠন এগিয়ে এসেছে।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ‘যেকোনো দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের কর্তব্য। বাংলাদেশে দ্রুত শান্তিশৃঙ্খলা ফিরে আসবে বলে আমরা আশা করছি। সেই দেশ এবং বৃহত্তর ক্ষেত্রেও তা স্বস্তির।’

বাংলাদেশে বৃহস্পতিবার রাতে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার কথা। সে সরকারের প্রধান হবেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। নতুন সরকার গঠিত হলে সেই সরকারের সুসম্পর্ক গড়ে তুলতে চাইবে ভারত। রনধীর বলেন, ‘বাংলাদেশে গত সোমবার থেকে যা যা ঘটেছে, প্রতি মুহূর্তের বিশ্লেষণ আমরা করছি। দেখা যাক কী হয়।’



আপনার মূল্যবান মতামত দিন: