বাংলাদেশি শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ ওমর সুলায়মানের

মুনা নিউজ ডেস্ক | ৪ আগস্ট ২০২৪ ০৬:৫৩

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বাংলাদেশের ছাত্রজনতার মুক্তির লড়াইয়ে সংহতি, সমর্থন জানিয়ে তাদের জন্য দোয়া করেছেন বিশ্বখ্যাত আমেরিকান সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট ও ইয়ং মুসলিম স্কলার ওমর সুলায়মান। ০৩ আগস্ট, শনিবার এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে তিনি এ সংহতি প্রকাশ করেন। 

লুইজিয়ানাতে জন্ম নেয়া এই আমেরিকান স্কলারের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা প্রায় ৭০ লাখ। তিনি যুক্তরাষ্ট্রের সাউদার্ন মেথোডিস্ট ইউনিভার্সিটির এথিকস সেন্টার অ্যাডভাইজারি বোর্ডের সদস্য।

এদিকে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রোববার থেকে  ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি পালন করছে দেশটির জনগন। শুরুতে ৯ দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হলেও শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেন।  

 



আপনার মূল্যবান মতামত দিন: