কোটা সংস্কার: আন্দোলনকারীদের রক্ষায় জাতিসংঘের আহ্বান

মুনা নিউজ ডেস্ক | ১৭ জুলাই ২০২৪ ১৫:৩৬

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের রক্ষায় বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ১৬ জুলাই মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, তারা পরিস্থিতির প্রতি খুব সচেতন এবং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

ডুজারিক বলেন, ‘আমি মনে করি বাংলাদেশে বা বিশ্বের যেকোনো জায়গায়, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে। আমরা বাংলাদেশ সরকারকে যেকোনো ধরনের হুমকি বা হিংসা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছি, বিশেষ করে যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন এবং অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন, যেমন ছাত্র-ছাত্রী, শিশু বা প্রতিবন্ধী ব্যক্তিরা।’

তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার একটি মৌলিক মানবাধিকার এবং সরকারগুলো এই অধিকার সুরক্ষিত করার দায়িত্ব পালন করবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: