কলকাতায় নিখোঁজ বাংলাদেশি এমপির মরদেহ উদ্ধার

মুনা নিউজ ডেস্ক | ২২ মে ২০২৪ ০৬:১৫

আনোয়ারুল আজিম আনার : সংগৃহীত ছবি আনোয়ারুল আজিম আনার : সংগৃহীত ছবি

8 দিন আগে নিখোঁজ হওয়া বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের মতে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল।

কলকাতা পুলিশের এক উপ-কমিশনার বলেন, ‘তার মরদেহ টুকরো টুকরো করা হয়েছিল, এবং শরীরের কিছু অংশ কলকাতার নিউ টাউনের সঞ্জীব গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে।’

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, ফ্ল্যাটটি একজন আবগারি কর্মকর্তার। ভারতের বিশেষ টাস্ক ফোর্স মামলাটি দেখাশোনা করছে, এবং কেন্দ্রীয় তদন্ত শাখা এবং বররাকপুর গোয়েন্দা শাখার কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘ভারতের একজন ডিআইজি-কে উদ্ধৃত করে, আমাদের পুলিশ জানিয়েছে যে আজিমের মরদেহ কলকাতায় উদ্ধার করা হয়েছে। আমরা এখনও বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত তথ্য পাইনি। আমাদের মহাপরিদর্শক (আইজি) বিস্তারিত খতিয়ে দেখছেন। সবকিছু নিশ্চিত হলে আমি সংবাদ মাধ্যমকে জানাবো।’

আজিমের ব্যক্তিগত সচিব আব্দুর রউফও বলেছেন যে এমপির মৃত্যুর বিষয়ে তারা এখনও কোনো সরকারি তথ্য পাননি।

তিনি বলেন, ‘আমরা এমপির মৃত্যুর বিষয়ে কোনো সরকারি তথ্য পাইনি, তবে তার পরিবার ঢাকায় রয়েছে এবং ভারতীয় ভিসার অনুমোদনের জন্য অপেক্ষা করছে।’

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘আমরা কলকাতা পুলিশের সঙ্গে কাজ করছি। আমরা এখনও হত্যাকাণ্ড সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাইনি।’

সোনা চোরাচালান কি হত্যার পেছনে একটি সম্ভাব্য উদ্দেশ্য ছিল কিনা জানতে চাইলে আইজিপি বলেন, ‘সোনা চোরাচালানের কোনো ঘটনা জড়িত ছিল কিনা তা আমরা এখনও তদন্ত করছি।’

আজিমের পরিবারের সদস্যদের মতে, চিকিৎসার উদ্দেশ্যে ১২ মে ভারতে যাওয়ার একদিন পর তিনি নিখোঁজ হন।

১৯ মে, তাঁর মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন যে তিনি তার বাবার অবস্থান শনাক্ত করতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-এর সাহায্য চেয়েছেন।

ডিবি পুলিশ এমপি আজিমকে খুঁজে পেতে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছিল।

ডিবি প্রধান হারুন-অর-রশিদের মতে, এমপি আজিম ১২ মে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তিনি সেখানে গোপাল নামের এক ব্যক্তির বাড়িতে অবস্থান করেন। পরদিন সকালের নাস্তার পর তিনি বাড়ি থেকে বের হন। সন্ধ্যার মধ্যে তাকে বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু তিনি ফিরে আসেননি।

 



আপনার মূল্যবান মতামত দিন: