ইতালির প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলেন ড. ইউনূস

মুনা নিউজ ডেস্ক | ১৬ মে ২০২৪ ১০:০০

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলার সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস  সাক্ষাৎ করেছেন। গত ১১ মে ইতালির রাজধানী রোমের প্রেসিডেন্ট প্যালেসে তাদেরসাক্ষাৎ হয়।

এর আগে ভ্যাটিকান সিটিতে মানব ভ্রাতৃত্বের জন্য বিশ্ব সভায় যোগ দেন ড. ইউনূস। পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে এই সভায় যোগ দিয়েছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত ১০-১১ মে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, অর্থনীতিবিদ, মেয়র, ডাক্তার, ব্যবস্থাপক, ক্রীড়াবিদ এবং সাধারণ নাগরিকের সঙ্গে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ৩০ জন অংশ নেন।

ড. ইউনূসসহ মানব ভ্রাতৃত্ববিষয়ক দ্বিতীয় বিশ্ব সম্মেলনে অংশগ্রহণকারী শান্তিতে নোবেলজয়ী ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন ইতালির। অংশগ্রহণকারীরা মানব ভ্রাতৃত্ববিষয়ক বিশ্ব সম্মেলনের শান্তি গোলটেবিল বৈঠকে প্রণীত ‘শান্তি ঘোষণা’র রূপরেখা এবং মানবতার অন্যান্য বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করেন।

শুক্র ও শনিবার ভ্যাটিকান সিটিতে দুই দিনব্যাপী মানব ভ্রাতৃত্ববিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। পোপ ষোড়শ ফ্রান্সিসের আমন্ত্রণে ড. ইউনূসসহ ওই সম্মেলনে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ৩০ জন বিজ্ঞানী, অর্থনীতিবিদ, চিকিৎসক, ব্যবস্থাপক কর্মী, ক্রীড়া ব্যক্তিত্বসহ সাধারণ নাগরিকেরা অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন: