বাংলাদেশে হজ্জ যাত্রার প্রথম দিনে ভিসা জটিলতায় সৌদি আরব যেতে পারেননি ১৪০ জন। এ নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট এজেন্সিও কোনো তাৎক্ষণিক সমাধান দিতে পারেনি। তবে গতকাল রাতে সৌদি দূতাবাস তাদের ভিসা দিয়েছে।
২১ মে, রবিবার বাংলাদেশ থেকে প্রথম হজ্জ ফ্লাইট ছেড়ে যায় সৌদির উদ্দেশ্যে। কিন্তু ভিসা জটিলতায় আটকে পড়েন ১৪০ জন হজযাত্রী।
ভিসা জটিলতায় আটকে পড়া এসব হজযাত্রী ২২ মে,সোমবার বিকেল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। বিকেলের ওই ফ্লাইটে যাবেন ১৩৮ জন। বাকি দু’জন যাবেন পরের ফ্লাইটে।
এদিকে বাংলাদেশের বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে হজ্জ যাত্রার দ্বিতীয় দিনে আজ মোট ৩ হাজার ৫৩৭ জন সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ ফ্লাইটে যাবেন ২ হাজার ৭৭৭ জন এবং সৌদিভিত্তিক এয়ারলাইন্স ফ্লাইনাসের দুটি ফ্লাইটে যাবেন ৭৬০ জন যাত্রী।
এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে যাচ্ছেন। এরমধ্যে মোট যাত্রীর অর্ধেক ৬১,১১১ জন হজযাত্রী পরিবহন করবে বিমান। বাকি হজযাত্রীদের পরিবহন করবে সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস।
আপনার মূল্যবান মতামত দিন: