কলকাতা বিমানবন্দরে বিপুল পরিমানে ডলারসহ তিন বাংলাদেশিকে আটক করেছে শুল্ক অধিদফতর। ২৩ মার্চ, শনিবার সকাল সাড়ে আটটার দিকে তাদের আটক করা হয়েছে। ব্যাগে করে বিপুল পরিমাণে ডলার মুদ্রা নিয়ে যাচ্ছিলেন তারা।
জানা গেছে, শনিবার ঢাকার উদ্দেশ্যে কলকাতা বিমান বন্দরে আসেন দুইজন বাংলাদেশি। তাদের ব্যাগ স্ক্রিনিংয়ের সময় বিপুল পরিমাণ ডলার ধরা পড়ে। তখনই দুই যাত্রীকে আটক করা হয়।
বিমানবন্দরে নিযুক্ত শুল্ক দফতরের কর্মকর্তা জানায়, তাদের ব্যাগ তল্লাশি করে ৭০ হাজার কানাডিয়ান ডলার এবং ৬০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়েছে।
অপরদিকে, আরেক বাংলাদেশি দুবাই যাচ্ছিলেন। তার লাগেজ চেকিংয়ের সময় উদ্ধার হয় প্রচুর ডলার। অভিযুক্তের ব্যাগ তল্লাশি করে এক লাখ ২০ হাজার ডলার উদ্ধার করা হয়েছে।
এই দুই ঘটনায় মহম্মদ ফিরোজ, মহম্মদ লুফার রহমান ও মহম্মদ জুয়েল রানা নামের তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তিন জনকেই জিজ্ঞাসাবাদ করছেন শুল্ক কর্মকর্তারা। এই অর্থের উৎস কী তা এখনও জানা যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: