বাংলাদেশে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার লাইসেন্স পেলো ‘এজিবি টেকনোলজিস’

মুনা নিউজ ডেস্ক | ১৯ মে ২০২৩ ২৩:১০

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

 

বাংলাদেশে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স পেয়েছে ‘এজিবি টেকনোলজিস লিমিটেড’।

বৃহস্পতিবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৭ (এ)(ই) ধারা অনুসারে ‘বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশনস-২০১৪’ এর আলোকে শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে ‘এজিবি টেকনোলজিস লিমিটেড’ ব্র্যান্ড নামে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স দেওয়া হয়েছে।

বাংলাদেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: