রমজানের শুরুতে তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

মুনা নিউজ ডেস্ক | ১০ মার্চ ২০২৪ ১২:১৫

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বাংলাদেশের আকাশে ১১ মার্চ, সোমবার চাঁদ দেখা গেলে ১২ মার্চ, মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। এ সময়টাতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বৃষ্টিরও সুখবর দিয়েছে আবহাওয়া দফতর।

১০ মার্চ, রোববার সন্ধ্যায় দেয়া পূর্বাভাসে জানানো হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় সোমবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আর মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

আর ১৩ মার্চ, বুধবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: