মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত

মুনা নিউজ ডেস্ক | ৪ মার্চ ২০২৪ ০৪:৩১

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় একটি যাত্রীবাহী কমিউটার ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় ৩মার্চ, রোববার রাতে কুয়ালালামপুরের অদূরে কাজাং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মালয়েশিয়ার গণমাধ্যম বারনামা ও মালয়মেইল ৪ মার্চ, সোমবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, রবিবার রাত ১০টার পরে ওই দুর্ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে জানানো হয়, কাজাং স্টেশনের কাছে কেটিএম পুনকাক উতামা জেড হিল রেললাইনে তিনজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, তিন বাংলাদেশি ওই সময় রেললাইনে শুয়ে ছিলেন।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, রবিবার রাত ১০টা ৫৩ মিনিটে ওই ৩ বাংলাদেশির মরদেহ রেললাইনে পড়ে থাকার খবর পাই আমরা।

ইসমাইল বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই কাজাং স্টেশন থেকে পাঁচজন উদ্ধারকর্মীর একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি জানান, রাত সোয়া ১২টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়। পরবর্তী ব্যবস্থা নিতে মরদেহ তিনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেপিবিএম কর্মকর্তারা আরও জানান, নিহত তিনজনেরই বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। ট্রেনের ধাক্কায় মরদেহ রেললাইনের বাইরে ছিটকে পড়ে ছিল।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল টিম জানিয়েছে, তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: