নির্বাচন কমিশনারদের সাথে বৈঠকে ইসিতে ৫ বিদেশি প্রতিনিধি

মুনা নিউজ ডেস্ক | ১ জানুয়ারী ২০২৪ ০৭:২৩

গ্রাফিক্স গ্রাফিক্স

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করতে গিয়েছেন পাঁচজন বিদেশি প্রতিনিধি।

সোমবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) ৫ সদস্য যৌথভাবে বৈঠক করতে যান।

নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যদের মধ্যে পাঁচজন বৈঠকে উপস্থিত ছিলেন। তারা হলেন- এনডিআই ও আইআরআই গ্লোবালের নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের বিশ্লেষক এবং সমন্বয়কারী নাতাশা রথচাইল্ড, উগান্ডা মানবাধিকার কমিশনের কমিশনার এবং নির্বাচন বিশেষজ্ঞ ক্রিস্পিন কাহেরু, দ্যা চার্টার সেন্টার এর (নির্বাচন এক্সপার্ট মিশন) লিগ্যাল এনালিস্ট মরিয়ম তাবাতাদজে, নির্বাচন পর্যবেক্ষক নেনাদ মারিঙ্কোভিচ ও নির্বাচন বিশেষজ্ঞ ইভাইলো পেন্টচেভ।



আপনার মূল্যবান মতামত দিন: