ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

মুনা নিউজডেস্ক | ৫ ডিসেম্বর ২০২৩ ১৩:২০

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তের বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। সোমবার (৪ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার কাঠালডাঙ্গী বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলর মকলেছ (২৮)। অপর একজন হলেন একই এলাকার বাসেদ আলীর ছেলে জহিরুল ইসলাম (২৫)।


দুইজন নিহতের খবরের মধ্যে প্রথম জনের তথ্য নিশ্চিৎ করেছেন হরিপুর থানার ওসি ফিরোজ ওয়াহিদ এবং অপরজনের মৃত্যুর খবর নিশ্চিৎ করেছেন হরিপুর কাঠালডাঙ্গী বিওপি কোম্পানি কমান্ডার এন্তাজুল হক।

এদিন রাত সাড়ে ৯টার দিকে এসব তথ্য নিশ্চিৎ করেন বিজিবি ও পুলিশ।

ওসি ফিরোজ ওয়াহিদ জানান, সোমবার ভোর রাতে একজন ব্যক্তির গুলিবিদ্ধ লাশ নাগর নদীর উপশাখা শিরানী নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ছি।

কাঠালডাঙ্গী বিওপি কোম্পানি কমান্ডার এন্তাজুল হক জহিরুল ইসলাম বলেন, ভারত সীমান্তের ভেতরে এক বাংলাদেশিকে গুলি করে বিএএসএফ। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। তার লাশ এখনো বিএসএফের কাছে আছে।

তবে সঠিক কি কারণে বিএসএফ গুলি চালিয়েছে তা এখনো নিশ্চিৎ করতে পারেনি বিজিবি ও পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: