বাইডেনের ভুয়া উপদেষ্টা মিয়ান আরাফী ডিবি হেফাজতে

মুনা নিউজ ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৩ ০৯:১০

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

 

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া সেই ব্যক্তি আটক হয়েছেন। ইমিগ্রেশন পুলিশ আজ ২৯ অক্টোবর রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে তুলে দিয়েছে। ডিবি পুলিশ উত্তরা বিভাগ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

২৮ অক্টোবর গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশ ও সংঘর্ষের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতা ইশরাক হোসেনের সঙ্গে এক ব্যক্তির ভিডিও ও ছবি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

কেন্দ্রীয় কার্যালয়ে রহস্যময় ব্যক্তিকে নিয়ে যা বলছে বিএনপিকেন্দ্রীয় কার্যালয়ে রহস্যময় ব্যক্তিকে নিয়ে যা বলছে বিএনপি
পরে ঢাকায় আমেরিকান দূতাবাস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, মিয়ান আরাফি নাম বলা ওই ব্যক্তি প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী উপদেষ্টা নন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কথা বলেন না। তিনি ব্যক্তিগতভাবে ওখানে গিয়েছেন।

পরে বিএনপি থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ওই ব্যক্তিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইশরাক হোসেন চেনেন না।

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাসান সারওয়ার্দী ওই ব্যক্তিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালায়ে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দেন বলে দাবি করেছেন ইশরাক।

 



আপনার মূল্যবান মতামত দিন: