৭৭ যাত্রী নিয়ে বাংলাদেশি বিমানের জরুরি অবতরণ

মুনা নিউজ ডেস্ক | ৭ মে ২০২৩ ০৮:১০

বাংলাদেশি বিমানের জরুরি অবতরণ বাংলাদেশি বিমানের জরুরি অবতরণ

৭৭ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের পাটনায় জরুরি অবতরণ করে শুক্রবার। সেখানে বিমানের প্রকৌশলীরা ত্রুটি মেরামতের পর পাটনার স্থানীয় সময় বিকাল ৪টায় তা আবার আকাশে ওড়ে। 

পাটনা বিমানবন্দরের পরিচালক আঁচল জানান, বোয়িং ৭৩৮ বিমানটি ঢাকা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। কিন্তু এতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে তার গতিপথ পরিবর্তন করে স্থানীয় সময় ১২টা এক মিনিটে পাটনায় জরুরি অবতরণ করে। 

জানা গেছে, ফ্লাইটটির বাম দিকের উইংয়ে একটি সমস্যা দেখা দেওয়ায় পাইলট বিমানটির জরুরি অবতরণ করান। পরে এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়াররা গিয়ে ওই সমস্যার সমাধান করেন। এতে সময় লেগে যায় প্রায় চার ঘণ্টা। এ সময় বিমানের যাত্রীরা পাটনা বিমানবন্দরেই অবস্থান করছিলেন। ত্রুটি মেরামতের পর বিমানটি চার ঘন্টা পরে তার গন্তব্যের উদ্দেশে আবার আকাশে ওড়ে।



আপনার মূল্যবান মতামত দিন: