মৌলভীবাজারে জঙ্গি সন্দেহে আরও ১৭ জন আটক

মুনা নিউজ ডেস্ক | ১৪ আগস্ট ২০২৩ ১০:৪১

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জঙ্গি সন্দেহে আরও ১৭ জনকে আটক করা হয়েছে। ১৪ আগস্ট, সোমবার উপজেলার কর্মধা ইউনিয়ন ও তার আশপাশে এলাকা থেকে ওই ১৭ জনকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা।

জানা যায়, আটক করা ব্যক্তিদের মধ্যে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের ডাক্তার সোহেল তানজিম রয়েছেন। এছাড়া আব্দুল আহাদ মেন্দি নামের একজন পঙ্গুও রয়েছেন। 

কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিবুল ইসলাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন জঙ্গি সন্দেহে তাদের আটক করে। বর্তমানে তাদের কর্মধা ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়েছে। আটকদের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে বলেও জানান তিনি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক জানান, জঙ্গিদের সঙ্গে এদের কোনো সংশ্লিষ্ট রয়েছে কি না তা যাচাই করতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে।

ধারণা করা হচ্ছে, কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সেই জঙ্গি আস্তানা থেকে পলায়ন করা এই ১৭ জনই জঙ্গি।



আপনার মূল্যবান মতামত দিন: