'বাংলাদেশ, আমরা আবারো বলছি' : অ্যামনেস্টি

মুনা নিউজ ডেস্ক | ১১ আগস্ট ২০২৩ ১০:৩৩

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


পুলিশকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দমনে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ১০ আগস্ট, বৃহস্পতিবার মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া বিষয়ক অফিস এ নিয়ে একটি পোস্ট দেয়।

পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করে দেয় অ্যামনেস্টি। এতে গত ২৯শে জুলাই বিএনপির ঢাকার প্রবেশপথগুলোয় অবস্থান কর্মসূচিতে পুলিশের বিভিন্ন তৎপরতার ফুটেজ রয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রাস্তায় পড়ে যাওয়ার পরও পুলিশ তাকে পেটাচ্ছে।

এ নিয়ে অ্যামনেস্টি লিখেছে, বাংলাদেশ, আমরা আগেও এটি বলেছি এবং আবারও বলছি। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে অবশ্যই শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা থেকে বিরত থাকতে হবে। প্রতিবাদ করার অধিকার একটি মৌলিক অধিকার। কর্তৃপক্ষের উচিত কোন অযৌক্তিক হস্তক্ষেপ ছাড়াই মানুষকে প্রতিবাদ করতে দেয়া।



আপনার মূল্যবান মতামত দিন: