উৎপাদনে ফিরেছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

মুনা নিউজ ডেস্ক | ২১ জুলাই ২০২৩ ১২:২৭

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র : সংগৃহীত ছবি রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র : সংগৃহীত ছবি


চারদিন ধরে বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আবারও উৎপাদনে ফিরেছে বাংলাদেশের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। গত ১৬ জুলাই, রোববার দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লাহ জানান, টারবাইন ত্রুটির কারণে গত ১৬ জুলাই রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ভারতীয় প্রতিষ্ঠান ‘ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেড’র প্রকৌশলীরা ত্রুটি মেরামতের কাজ শুরু করেন।

মেরামত সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার সকালে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনের বয়লার সচল হয় এবং দুপুরের পর থেকে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গেই তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি।

কেন্দ্রটি চালু হওয়ার পর সাত মাসে কয়লা সংকট, রক্ষণাবেক্ষণ কাজসহ যান্ত্রিক নানা ত্রুটির কারণে পাঁচবার বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রটি।

 



আপনার মূল্যবান মতামত দিন: